চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিদর্শনকালে জসিম উদ্দিন চৌধুরী

দেড়বছর পর প্রাণ ফিরেছে ঢেউয়া হাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৫ সেপ্টেম্বর, ২০২১ | ১:০৬ অপরাহ্ণ

দীর্ঘ দেড়বছর বন্ধ থাকার পর অন্যান্য স্কুলগুলোর মতো রাউজান পৌরসভার ৪৬ নম্বর ঢেউয়া-হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও খুলেছে। উপজেলা সদরের কাছের এই বিদ্যালয়টিও শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রাণ ফিরে পেয়েছে স্কুলটি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় পরিদর্শনে আসেন ৪৬ নম্বর ঢেউয়া-হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দি দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। তিনি প্রথমে শিক্ষিকাদের সাথে, পরে শ্রেণি কক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় শিক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করার উপদেশ দেন তিনি। শিক্ষিকাদেরও ভালো পাঠদান করে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো এগিয়ে নেয়ার তাগিদ দেন।
পরে তিনি স্কুলের অবকাঠামো, পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো নিজে ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা সীমা দাশ, সহকারী শিক্ষিকা বিউটি বড়ুয়া, নিশাত সুলতানা, সুমি পালিত, মৌনি বড়ুয়া, ইমু দাশ।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট