চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চকরিয়ায় শিক্ষার্থীদের মাঝে ইউএনও’র উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, চকরিয়া-পেকুয়া

১০ জুলাই, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

চকরিয়ায় দুটি বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরের লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) আওতায় এসব শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। এসময় জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, মাদক, ইভটিজিং এবং সামাজিক অপরাধমূলক কর্মকা-ের উপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। গতকাল সোমবার উপজেলার বরইতলী উচ্চ বিদ্যালয় ও হারবাং শাক্যমুনি উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, সমাজের ব্যাধি এখন মাদক ও ইভটিজিং। কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের বাবা-মাকে মাদক ও ইভটিজিং রোধে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাদক ও ইভটিজিংয়ের সুফল-কুফল নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ে স্পেশাল ক্লাস নিলে শিক্ষার্থীরা সচেতন হবে। কোথাও ইভজিটিং বা মাদক সংক্রান্ত ঘটনা ঘটা মাত্রই প্রশাসনকে জানাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরানুল ইসলাম, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, হারবাং ইউনিয়ন পরিষদের সচিব সালাহউদ্দিন কাদের বরইতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ইউপি মেম্বার রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট