চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২২ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে দুই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ

নিজস্ব সংবাদদাতা হ বাঁশখালী

১০ জুলাই, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার চাম্বল বাজার ও পৌরসদরের জলদীতে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত কোম্পানির ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ফার্মেসির মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছে।
মামলা সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলা পরিষদের সামনে জনতা ফার্মেসি ও চাম্বল বাজারে মুরাদ মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম ওষুধের ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রেজিষ্ট্রার বিহীন কোম্পানির ওষুধ রাখার দায়ে ওষুধ নিয়ন্ত্রণ আইনের ১৯৪০ এর ২৭ ধারায় জনতা ফার্মেসিকে ১৫ হাজার ও মুরাদ মেডিকেল হলকে ৭ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন সময়ে উপজেলা সদর ও চাম্বলে বিভিন্ন ওষুধের দোকানের মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে যান। বাঁশখালী উপজেলা ভূমি অফিসের নাজির মিলন কুমার শীল জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্র্রার বিহীন কোম্পানির ওষুধ রাখার দায়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট