চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিরাপদ আশ্রয়ে সরে যেতে রেড ক্রিসেন্ট মাইকিং কার্যক্রম চলমান

১০ জুলাই, ২০১৯ | ১:০৮ পূর্বাহ্ণ

গত ৪ জুলাই থেকে লাগাতার ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়সমূহে মাটিগুলো প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তা যেকোন মুহূর্তে ধ্বসে দুর্ঘটনা হতে পারে। নগরীর মতিঝর্ণা, বাটালিহিল, ডেবারপাড়, আকবরশাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ষোলশহর, জালালাবাদ আবাসিক, চট্টগ্রাম পলিটেকনিক, সাউদার্ন মেডিকেল কলেজ, বায়েজিদ এলাকার পাহাড়সমূহে অসংখ্য পরিবার ঝুঁকির মধ্যে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। চট্টগ্রাম জেলা প্রশাসন উল্লেখিত স্থানসমূহ হতে পরিবার গুলোকে সড়ানোর বিভিন্ন কার্যক্রমের পরও কিছু পরিবার আবারো ঝুঁকিপূর্ণ বসতিগুলোতে অনাকাক্সিক্ষতভাবে ফিরে যায়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ত্বত্তাবধানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা ঝুঁকিপূর্ণ এলাকাসমূহের ঘরে ঘরে গিয়ে দূর্ঘটনা হলে তার ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে ধারণা প্রদান করে এবং মাইকিংয়ের মাধ্যমে এলাকাসমূহে অবহিত করে। পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত অস্থায়ী আশ্রয় কেন্দ্র সমূহের কয়েকটি পরিদর্শন করে আশ্রয় নেওয়া লোকজনদের সুবিধা-অসুবিধা নিয়ে আলাপ-আলোচনা করে। সচেতনতামূলক মাইকিং দল সমূহের নেতৃত্ব প্রদান করে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগীয় উপ-প্রধান মো. তৌহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিভাগীয় উপ-প্রধান কৃষ্ণ দাশ ও মুক্তদল সদস্য মাহবুব উল্লাহ, রোহিত পাল, ইস্তাকুল ইসলাম চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট