চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চারদফা দাবিতে নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

৯ জুলাই, ২০১৯ | ৪:০৭ অপরাহ্ণ

চারদফা দাবিতে ক্লাস ,ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং পরীক্ষা বর্জন করে আন্দোলন করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীদের একটি সংগঠন বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন (বিবিজিএসএনএ)।

আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তারা এ প্রতিবাদ সভা করে।

মিছিল পরবর্তী সমাবেশে নার্সিং পড়ুয়াদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ খান, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তব্যে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ খান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে।



তাদের চারদফা দাবিগুলো হচ্ছে-

১) ০৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কতৃক প্রণীত নতুন কারিকুলাম রিভিউ এবং তার আগ পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখা ।

 ২) নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা ।

৩) ইন্টার্ন ভাড়া ৬০০০ থেকে ২০০০০ এবং স্টাইপেন্ড ২০০০ হতে ৫০০০ টাকায় উন্নীত করা ।

৪) সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল স্পেশালিস্ট নার্স (সিএসএন) পদ সৃজনপুর্বক নার্সিং কলেজসমূহ পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা ।

প্রতিবাদসভা শেষে একটি মিছিল সড়ক প্রদক্ষিণ করে।

 

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট