চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৮ দফা দাবিতেসীতাকু-ে আইআইইউসিরশিক্ষার্থীদের অনশন

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

১ মে, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

সীতাকু-ে ৮ দফা দাবিতে ছাত্রলীগের নেতৃত্বে অনশন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত সোমবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত অনশন চলার পর কর্তৃপক্ষ অধিকাংশ দাবি মেনে নেয়ায় শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। বিশ^বিদ্যালয়ের প্রক্টর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ব্যাংকিং সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থী শাহরিয়ার হামিদ জানান, বিশ^বিদ্যালয়ের বেশ কিছু একাডেমিক সমস্যা চিহ্নিত করে ৮ দফা দাবিতে গত সোমবার সকাল ১০টা থেকে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি শুরু করে বিশ^বিদ্যালয় ছাত্রলীগ। দাবিগুলো হলো: যৌক্তিক কারণে যারা বিভিন্ন সময়ে রুটিন মাফিক পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা দেয়ার সুযোগ প্রদান, বিজ্ঞান অনুষদে শর্ট টার্ম পদ্ধতি দ্রুত কার্যকর করতে হবে, বিশ^বিদ্যালয়ের মূল গেট থেকে লাইব্রেরি পর্যন্ত রাস্তার বেহাল দশার দ্রুত সংস্কার, শিক্ষক ও শিক্ষার্থীদের খাবারের সংকট নিরসনে অতি সত্বর সেন্ট্রাল ক্যাফেটেরিয়া চালু করা, মাহে রমজানে শিক্ষার্থীবান্ধব ক্লাস ও বাস সিডিউল পুনঃপ্রণয়ন করতে হবে, নবীনবরণ উৎসবের আর্থিক অসামঞ্জস্যতা ও বাজেট স্বল্পতার পূর্ণাঙ্গ রিপোর্ট শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে, বিভিন্ন অনুষদের ক্লাবগুলোতে ভিপি পদে ছাত্র প্রতিনিধি প্রদান করতে হবে ও বিশ^বিদ্যালয় টু বড় দিঘিরপাড় রুটকে সম্প্রসারণ করে হাটহাজারী পর্যন্ত বর্ধিত করতে হবে।
দাবিগুলো শিক্ষার্থীদের জন্য সমান গুরুত্বপূর্ণ হওয়ায় দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করেন বলে জানান ছাত্রলীগ নেতা শাহরিয়ার হামিদ ও মেজবা উদ্দিন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট