চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাগড়াছড়িতে করোনায় ২ নারীর মৃত্যু, শনাক্ত ৩৩

খাগড়াছড়ি সংবাদদাতা

৪ আগস্ট, ২০২১ | ৩:৪৮ অপরাহ্ণ

খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই নারী মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ২২ জনের। নতুন করে আরও ৩৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৯৩ জনে।

বুধবার (৪ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পাহাড়ের পল্লীগ্রামে ছড়িয়ে পড়েছে করোনা। অনেকে করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। করোনা পজিটিভ হয়েও যেসব রোগী ১৪ দিন ধরে ঘরে থাকার কথা, তারা হাটে-বাজারে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে প্রশাসনের আরো কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানান এলাকাবাসী।

লকডাউনের ১৩ম দিনেও সড়কে আটোরিক্সা চলাচল অনেকাংশে বেড়ে গেছে। দোকানদাররা দোকান খোলার চেষ্টা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বেশ কয়েকেটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন।

জেলা সদরের ১০০ শয্যার হাসপাতালটিতে শুরু থেকে ৫০টি সিট করোনা রোগীদের জন্য বরাদ্দ থাকলেও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে তা সংকুলান হচ্ছে না। এজন্য কর্তৃপক্ষ আরো ৩০টি সিট বাড়ানোর কার্যকম শুরু করেছেন। বর্তমানে করোনা রোগী ভর্তি আছে ৪৪ জন।

সদর হাসপাতালের আরএমও ডা. রিপল বাপ্পী চাকমা জানান, চিকিৎসক সংকট কাটাতে জেলা সদর হাসপাতালে দুইজন চিকিৎসক যোগদান করেছে। কিন্তু তারা এখনো চিকিৎসা সেবা শুরু করেন নি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট