চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

রাউজানের শাহীনুর হত্যা মামলার আসামি স্বামী সালাউদ্দিন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা

৩০ এপ্রিল, ২০১৯ | ৩:১৩ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা আদায় করতে স্বামীর দেয়া আগুনে পুড়ে মারা যাওয়া রাউজানের শাহীনুর আকতার (২২) হত্যা মামলার প্রধান আসামি স্বামী সালা উদ্দিন অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। কমলনগর থানা পুলিশ গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে রামগতি উপজেলার রামগতি উপজেলার বুড়াকর্তার আশ্রম এলাকা থেকে সালা উদ্দিনকে গ্রেপ্তার করে। কমলনগর থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল শাহীনুরের স্বামী সালা উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে আত্মগোপনে থাকাবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। শাহীনুর হত্যার ৮দিন পর তার স্বামী সালা উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ। এ নিয়ে উক্ত ঘটনায় সালা উদ্দিনসহ ৫ জন গ্রেপ্তার হলো। ঘটনার পর গ্রেপ্তারকৃত অন্যরা হলেন স্থানীয় ইউপি সদস্য হাফিজ উল্ল্যা, গ্রাম পুলিশ আবু তাহের, স্বামীর ভাই আলাউদ্দিন, আবদুর রহমান। জানা যায়, রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের সোনাগাজী চৌধুরী বাড়ির জাফর আলম ও মৃত সাজু আকতারের মেয়ে শাহীনুর আকতার চট্টগ্রাম শহরে গার্মেন্টে চাকুরির সুবাদে মোবাইল ফোনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকার মনোহর আলীর ছেলে মো. সালা উদ্দিনের মোবাইল ফোনে পরিচয় হয়। প্রায় দেড়বছর আগে কাজী অফিসে তাঁদের বিয়ে হয়। ছয়মাস আগে শাহীনুর জেনেছিলেন যে সালাউদ্দিন বিবাহিত। স্ত্রীর স্বীকৃতি চাইতে গত ১৯ এপ্রিল (শুক্রবার) লক্ষ্মীপুরের কমলনগরে আসেন। পরদিন বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাফিজ উল্ল্যা শালিস বৈঠক করেন। বৈঠকে শাহীনুরকে বিয়ের কথা অস্বীকার করেন সালা উদ্দিন। এসময় শাহীনুরের কাছে বিয়ের কাবিননামা চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। পরে তাঁকে বিয়ের কামিননামা নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। ২১ এপ্রিল পরদিন দুপুরে তাঁকে সালাউদ্দিন বাড়ির পাশে সয়াবিন ক্ষেতের ভেতর শাহীনুরের শরীরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরদিন ২২ এপ্রিল বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহীনুর। ২৩ এপ্রিল তাকে রাউজানে এনে দাফন করা হয়। এই ঘটনায় শাহীনুরের বাবা স্বামীসহ ৫জনকে আসামী করে কমলনগর থানায় মামলা দায়ের করেন। এছাড়া এজাহার নামীয় ৫ জনসহ এ মামলায় অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়। এর মধ্যে গ্রেপ্তারকৃত ৪ জনকে ২ দিনের রিমান্ডেও নেয়া হয় বলে জানিয়েছেন পুলিশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট