চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ফাইল ছবি

একজন নারী, অপরজন বৃদ্ধ

চট্টগ্রামে আরও দুই ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

৪ আগস্ট, ২০২১ | ১১:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আরও দুই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যারা বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একজন বৃদ্ধ। একজনের শারীরিক অবস্থা ভালো হলেও অন্যজনের রক্তের প্লেটলেট কমে যাওয়ায় এখন পর্যন্ত শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল (মঙ্গলবার) রাতে চট্টগ্রাম মা ও শিশু হাপাতালের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. রজত শংকর রায় বিশ্বাস দুই রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে বলেন, গত চার/পাঁচ দিন আগে জ¦র নিয়ে ভর্তি হন। তবে একজন সুস্থ থাকলেও বৃদ্ধের রক্তে প্লেটলেট কমে যাচ্ছে। ভর্তি হওয়া দুই জনের মধ্যে একজন নগরীর চন্দনপুরা এলাকার ৬৩ বছরের বৃদ্ধ, অন্যজন নগরীর হালিশহর এলাকার ২৮ বছর বয়সী এক নারী। এর আগে গত জুলাই মাসে চট্টগ্রামে দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগতত্ত্ব বিভাগ) ডা. নুরুল হায়দার। যাদের মধ্যে নগরীর লালখান বাজারের ২৫ বছর বয়সী এক তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে নগরীর আকবরশাহ এলাকার অন্য রোগীটি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। যদিও জুলাই মাসের শেষ দিকে বেসরকারি মেরিন সিটি হাসপাতালে এক ডেঙ্গু আক্রান্ত রোগী মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তবে সে হিসেবটি এখন পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গেছে।
এদিকে, কোভিড মহামারীর এ সময়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ডা. রজত শংকর রায় বিশ্বাস বলেন, বাসা-বাড়ির চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। করোনাকালীন সময়ে যদি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়, কোভিডের সংকট মুহূর্তে সেবা ও শয্যা পাওয়াও কঠিন হয়ে পড়বে। তাই অবশ্যই মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট