চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

৩ আগস্ট, ২০২১ | ৭:৪৪ অপরাহ্ণ

নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও চোরাইকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-  হাটহাজারী থানার নেহারপুর গ্রামের মোহাম্মদ মুছার ছেলে মো. আব্দুল করিম (৩২), সন্দ্বীপ থানার বাউরিয়া গ্রামের মো. জহিরের ছেলে মো. জাবেদ (৩৬) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হাসেমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. রুবেল (২৫)।

সোমবার (২ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি জানান, গত ঈদে বায়েজিদ থানা এলাকায় জেসমিন আক্তার তার পরিবার নিয়ে নিজ বাড়ি রাউজানে যান। এই সুযোগে গত ১৪ জুলাই তার বাসা চুরি হয়। এসময় চোরের দল বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল চুরি করে নিয়ে যায় বলে তিনি জানান। এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন। পুলিশ গতকাল রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট