চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মানায় ১৫ পথচারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩ আগস্ট, ২০২১ | ৫:০৫ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি না মানায় ১৫ পথচারীকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ আগস্ট) নগরীর শেখ মুজিব রোড, আগ্রাবাদ, স্টেশন রোড, নিউ মার্কেট, জুবিলী রোড, নন্দনকানন ও মোমিন রোড, মোগলটুলী রোড, ডিটি রোড, কদমতলী, পূর্ব মাদারবাড়ি ও সদরঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

একইসাথে চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে নন্দনকাননের একটি বাড়িতে ভবনের নিচে পানি জমানোয় ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

এ সময় মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি মানতে লোকজনকে সচেতন করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট