চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ‘মানবিক হাসপাতাল’, ফোন করলেই ডাক্তার যাবে রোগীর বাসায়

নিজস্ব প্রতিবেদক

৩ আগস্ট, ২০২১ | ৩:৩৯ অপরাহ্ণ

বিএইচআরসি’র গভর্নর আমিনুল হক বাবুর ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরে চালু হলো ‘মানবিক হাসপাতাল’। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ০১৯৭১-৯৭২০০৫, ০১৯৭১-৯৭২০০৯ এই দুটি নম্বরে ফোন করলেই ডাক্তার পৌঁছে যাবে রোগীর বাসায়। করোনা মহামারীর এই সময়ে বিনামূল্যে এ সেবা পাবেন নগরবাসী।

মঙ্গলবার (৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর আল সাদাত দোভাষ সাগর, বিএমএর সদস্য ডা. হোসাইন আহমেদ, তিলোত্তমা চট্টগ্রামের সাহেলা আবেদিন, খলিল জান্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদ ফয়সাল, পরিবর্তন ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান দিদারুল আলম, ব্যবসায়ী নওশাদ হোসাইন, মানবাধিকার নেতা ইমদাদ চৌধুরী ও আবদুল হালিম।

ইতোমধ্যে এ সেবায় করোনাযোদ্ধা হিসেবে যোগ দিয়েছেন ডা. নুরুল আশরাফ আশিক ও ডা. রায়হান আহমেদ এবং সহযোগী হিসেবে আছেন মো. মাঈনুদ্দীন হাসান।

এই বিষয়ে আমিনুল হক বাবু বলেন, বাই সিরিয়ালি পর্যায়ক্রমে রোগীদের বাসায় গিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে মানবিক হাসপাতাল।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট