চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে নবজাতক ফেলে পালিয়েছেন মা

বাঁশখালী সংবাদদাতা

২ আগস্ট, ২০২১ | ৬:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতককে ফেলে রেখে পালিয়েছে মা।রবিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টায় গাইনি বিভাগে ডেলিভারির পরেই এক নবজাতক শিশুকে ফেলে পালিয়েছে তার মা।

এদিকে এরইমধ্যে নবজাতক শিশুটিকে অনেক দম্পতি নবজাতককে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

হাসপাতাল  সূত্রে জানা গেছে, হাসপাতালের রেজিষ্টারে নবজাতকের মাতা অর্চনা বড়ুয়া ও স্বামী হিসেবে সুবোধ বড়ুয়া নাম ঠিকানা রেজিস্ট্রার খাতায়  লিপিবদ্ধ করা হয়। তাদের ঠিকানা বাঁশখালী পৌরসভার জলদী ২ নম্বর ওয়ার্ড লেখা থাকলেও ওই ঠিকানা সঠিক নয়।  

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বড়ুয়া বলেন, নবজাতকের পিতামাতার সঠিক সন্ধানে পুলিশ ও পৌর প্রশাসনের লোকজন অনেক অনুসন্ধান চালিয়েছে। উল্লেখিত নামে আমার ২ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়াপাড়া এলাকায় কাউকে পাওয়া যায়নি। তবে ঠিকানা বের করার চেষ্টা চলছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর জানান, এ বিষয়ে তদন্ত চলছে। নবজাতকে সঠিক ঠিকানায় ফেরত দেওয়ার চেষ্টা চলছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বলেন, বর্তমানে ওই নবজাতক হাসপাতালের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া ছাড়া দত্তক দেওয়া সম্ভব নয়। নবজাতক শিশুটিকে তার প্রকৃত পিতামাতার কাছে ফিরিয়ে দেওয়া চেষ্টা চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট