চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রতি ওয়ার্ডে চসিকের টিকাদান কর্মসূচি শুরুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক 

২ আগস্ট, ২০২১ | ১:৩০ অপরাহ্ণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ৭ আগস্ট থেকে নগরীর ওয়ার্ডে-ওয়ার্ডে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ৪১ ওয়ার্ডের প্রতিটিতে দিনে ৬০০ ডোজ করে ভ্যাকসিন দেওয়া হবে। তবে প্রত্যেক ওয়ার্ডে কতটি ভ্যাকসিন কেন্দ্র থাকবে, বা কী প্রক্রিয়ায় গ্রহীতারা ভ্যাকসিন পাবেন, আজ সোমবার মেয়র রেজাউল করিম চৌধুরী ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গতকাল রবিবার চসিকের স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসকদের বৈঠকে ৭ আগস্ট থেকে ওয়ার্ডে-ওয়ার্ডে ভ্যাকসিন কর্মসূচি শুরুর সিদ্ধান্ত হয়।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, এখন সিটি করপোরেশনের ১১টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ৭ আগস্ট থেকে ৪১ ওয়ার্ডে কার্যক্রম শুরু হবে। প্রত্যেক ওয়ার্ডে দিনে ৬০০ ডোজ করে ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট