চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে একে-২২সহ ৪ ইউপিডিএফ সদস্য আটক

রাঙামাটি সংবাদদাতা

৩১ জুলাই, ২০২১ | ৪:১৬ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলাধীন ছোট কাট্টলী এলাকা থেকে পার্বত্য শান্তিচুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ জুলাই) ভোরে রাঙামাটি সদর সেনাজোনের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হল অন্নাসং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) সুরেন চাকমা (৩৬), ও সাইমন চাকমা (৪০)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি স্বয়ংক্রিয় একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৪টি ওয়াকিটকি, একটি সোলার চার্জার, চাঁদা আদায়ের রশিদ, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের ‍বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

স্থানীয়রা জানান, প্রসিত বিকাশ চাকমার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তিবিরোধী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসীরা উপজেলাগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য পাহাড়ের অধিবাসী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। আটকদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। তাদের আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট