চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চবিতে পাহাড় ধস, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও

চবি সংবাদদাতা

৩০ জুলাই, ২০২১ | ১২:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) সকালে কাটাপাহাড় এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত না হলেও ভেঙে পড়েছে কয়েকটি বিদ্যুতের খুঁটি।

স্থানীয় বাসিন্দা ও দোকানদার আখতার হোসেন জানান, পাহাড় ধসে কয়েকটি গাছ কাটাপাহাড় সড়কের ওপর পড়েছে। ওই সড়কের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের কয়েকটি খাম্বা পাহাড়ের মাটির সঙ্গে নুইয়ে পড়েছে।

তবে পাহাড় ধসে কেউ আহত হননি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, পাহাড় ধসে পড়ায় কাটাপাহাড় সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে সড়ক থেকে ধসে পড়া পাহাড়ের মাটি ও গাছ সরানোর কাজ চলছে। বিদ্যুৎ সরবরাহ কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে সচল করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বকোণ/রায়হান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট