চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২১ | ৭:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদে নির্মাণাধীন ভবন থেকে জহির উদ্দিনের (৬৮) নামের এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে শীতলঝর্ণা আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পুলিশের ধারণা- তাকে খুন করা হয়েছে।

জহির উদ্দিনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকায়। তিনি শীতলঝর্ণা আবাসিক এলাকায় জাফর টাওয়ার নামের একটি বহুতল ভবনের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘জাফর টাওয়ারের পাশে আরেকটি ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে লিফট স্থাপনের জন্য খোঁড়া গর্তে পানি জমে আছে। সকাল ১১টার দিকে স্থানীয়রা সেই পানিতে জহিরের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, গততকাল বুধবার রাত ১২টার দিকে তাকে জাফর টাওয়ারের নিচে দায়িত্বরত দেখা গেছে। এরপর সকালে তার লাশ পাওয়া গেছে। কেউ তাকে খুন করতে পারে। আবার নির্মাণাধীন ভবনের ওপর থেকে গর্তে পড়েও মারা যেতে পারেন। আমরা তদন্ত করে দেখছি।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট