চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফাইল ছবি

পটিয়ায় ১১৫৫ লিটার মদসহ গ্রেপ্তার ৩

পটিয়া সংবাদদাতা

২৯ জুলাই, ২০২১ | ৬:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে ১ হাজার ১৫৫ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ হারুন (৪৩), একই এলাকার মৃত নজির আহম্মদের ছেলে দিল মোহাম্মদ (৫০) ও কাগজিপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ আলমগীর (৪০)।

বুধবার (২৮ জুলাই) রাতে পৌর সদরের পাইকপাড়া ও কাগজিপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার চান মিয়া বাড়ির দিল মোহাম্মদের ঘর থেকে ১ হাজার ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অন্যদিকে কাগাজীপাড়া এলাকার জয় ঘোষের চায়ের দোকানের সামনে থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘তিনজনের মধ্যে দুইজনই মদ তৈরির কারিগর। পাহাড়ে সাধারণত স্থানীয়ভাবে যেসব মদ তৈরি হয়, একই প্রক্রিয়ায় পাইকপাড়া ও কাগজীপাড়া এলাকায় কারখানায় তৈরি করা হচ্ছিল। এসব মদ এলাকায় বিক্রি করা হতো। আজ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট