চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আরও ১২ শয্যার আইসিইউ বাড়াল পার্কভিউ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২১ | ৪:৩৮ অপরাহ্ণ

আইসিইউ শয্যাতো দূরের কথা, করোনা রোগীদের চিকিৎসায় সাধারণ শয্যাও খালি নেই চট্টগ্রামের কোন সরকারি বেসরকারি হাসপাতালে। রোগীর চাপে টালমাটাল অবস্থা হাসপাতালগুলোতে। গত কয়েকদিন ধরে একটি আইসিইউ শয্যার জন্য যখন রোগীদের ছোটছুটি পরিস্থিতি চট্টগ্রামজুড়ে। তখনই নতুন করে আরও ১২ শয্যার আইসিইউ শয্যা চালু করেছে বেসরকারি পার্কভিউ হাসপাতাল।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে এ শয্যাগুলোতে রোগীও ভর্তি শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনার মহামারি শুরুর পর থেকে ১২ শয্যার আইসিইউ সেবা দিয়ে আসলেও, তা এখন দ্বিগুণে উন্নিত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে ২৪ শয্যার আইসিইউ সেবা গ্রহণ করতে পারবেন কোভিড রোগীরা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে এমন তথ্য নিশ্চিত করে পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এ টি এম রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা শুরুর পর থেকেই আমরা যথেষ্ট কোভিড রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। এখন যেহেতু রোগীদের বেশিরভাগ আইসিইউ শয্যার প্রয়োজন হচ্ছে, তাই সাধারণ রোগীদের জন্য থাকা ১২ শয্যার আইসিইউতেও কোভিড রোগী ভর্তি শুরু করা হয়েছে। সবমিলিয়ে এখন থেকে ২৪ শয্যার কোভিড আইসিইউতে রোগীদের সেবা দেয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট