চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘৯৯৯’ এ কল : সাগরে ভাসা ১৪ জেলে উদ্ধার

সন্দ্বীপ সংবাদদাতা

২৮ জুলাই, ২০২১ | ৯:৫০ অপরাহ্ণ

ইলিশ মাছ ধরতে এমভি রোজিয়া-২ নামের ট্রলারে বঙ্গোপসাগরে গিয়েছিল ১৪ জেলে। তবে ইঞ্জিন বিকল হয়ে অচল অবস্থা মাঝ সমুদ্রে। উপায় না দেখে জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চাইলে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৪টা সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের চৌকাতলী এলাকা থেকে আনুমানিক ৫ নটিক্যাল মাইল ডাউন থেকে তাদের বোটসহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন মাকসুদ মাঝি (৪০), ফারুক মিয়া (৬০), নাইম (২২), জাহাংগীর (৪৩), আলমগীর (৪২), আবুল হোসেন (৬০), হারুন (৪০), মোহসীন (৫৪), মঈন (৩০), জাহান (২৪), ইব্রাহিম (৩২), জাহাঙ্গীর (৩০), শাহজাহান (৫০), রাহিম (২২)। তারা ভোলা জেলার তজুমদ্দীন থানার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপরী গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া বোটসহ ১৪ জন জেলে তিনদিন আগে ভোলা জেলার তজুমদ্দিন ঘাট থেকে ইলিশ মাছ ধরতে বঙ্গোপসাগরে আসে। আজ (মঙ্গলবার) সকালে ভাসানচর থেকে দক্ষিণ পশ্চিমে তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। নিরুপায় হয়ে তারা ৯৯৯ নম্বরে সাহায্যের জন্য কল দেয়। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুজি পর তাদের দেখতে পায় কোস্টগার্ড। পরে দড়ি বেঁধে তাদের বোটসহ উদ্ধার করে সারিকাইত নিয়ে আসে।

উদ্ধার হওয়া বোটের মালিক মঈন উদ্দিন মাঝি জানান, সাগরে বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় আমরা বিপদে পড়ে যায়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে কোস্টগার্ডের সাথে কথা বলি। তারা আমাদের বোটসহ ১৪ জনকে নিরাপদে উদ্ধার করে।

কোস্টগার্ডের সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডার সাজু আহামেদ জানান, ৯৯৯ নম্বরের ফোন পেয়ে জানতে পারি সাগরে ১৪ জেলে বিপদে পড়েছে। খবর পাওয়ার সাথে সাথে উর্ধতন কর্মকর্তার নির্দেশে আমরা বোট নিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।

পূর্বকোণ/বনিক/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট