চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বন্যায় ভেসে যাওয়া ৩ জনের মরদেহ উদ্ধার

উখিয়া সংবাদদাতা

২৮ জুলাই, ২০২১ | ১০:৫৯ অপরাহ্ণ

কক্সাবাজারের উখিয়ায় টানা তিন দিন ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় চোরাখোলা খালের পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতেরা হলেন পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চোরাখোলা এলাকার বাসিন্দা মৃত অলি আহমদের ছেলে আব্দুর রহমান (৪৫), রাজাপালং ধইল্যার ঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে আকবর আলী (৩১) ও মালিয়ারকুল এলাকার মো. ইসলামের ছেলে মো. রুবেল (২২)।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। পূর্বকোণকে তিনি বলেন, মঙ্গলবার পানিতে ভেসে যায় আব্দুর রহমান। অপরদিকে বিকেলে মাসকারিয়া খালের পানিতে নিখোঁজ হয় আকবর আলী। এদিকে মঙ্গলবার রাজাপালংয়ের দুছরীখাল সাঁতরে পাড় হওয়ার সময় ভেসে যায় রুবেল।

তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিশ্চিত করে তিনি আরও বলেন, নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

পূর্বকোণ/মানিক/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট