চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঢলের স্রোতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

ঈদগাঁও সংবাদদাতা

২৮ জুলাই, ২০২১ | ৮:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার বাস স্টেশনের পূর্ব পাশে দরগাহ এলাকা থেকে তাদের উদ্ধার করে রামু এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

নিহতেরা হলেন ওই এলাকার মোহাম্মদ শাহাজাহানের দুই ছেলে মোহাম্মদ ফারুক (২৬) ও দেলোয়ার হোসেন (১৫) এবং আবছার কামালের ছেলে মোহাম্মদ মোরশেদ (১৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম। পূর্বকোণকে তিনি বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতের টানে তারা তলিয়ে যায়।

রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, প্রবল বর্ষণ ও ঢলের কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটেছে। তাদের উদ্ধারে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে। অবশেষে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/তারেক/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট