চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বান্দরবানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি

২৮ জুলাই, ২০২১ | ৩:৫৫ অপরাহ্ণ

বান্দরবানে ভারী বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া ভারী বর্ষণে সড়ক তলিয়ে যাওয়ায় জেলার আলীকদম ও নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে আশীষ বড়ুয়া (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে ভারী বর্ষণে বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলেও এসব এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি অভিযানও পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

পূর্বকোণ/মিনারুল/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট