চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে ধসের শঙ্কায় পাহাড় থেকে সরানো হল ৯২ পরিবার

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২১ | ১২:৪৮ অপরাহ্ণ

পাহাড় ধসের আশঙ্কায় চট্টগ্রাম নগরীর খুলশী ও বায়েজিদ এলাকা থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ৯২ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। 
মঙ্গলবার (২৭ জুলাই) রাত থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিয়ে ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে ৯২টি পরিবারের ৩১০ সদস্যকে সরিয়ে নিয়ে এসেছি। তাদের জন্য খাবারসহ সব সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। 
পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট