চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

২৮ জুলাই, ২০২১ | ১০:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ভিলেজার পাড়ার সৈয়দ আলমের সন্তান। তারা হলেন, আব্দু শুক্কুর (১৬) মো. জোবাইর (১২) আব্দুর রহিম (৫) কোহিনুর আক্তার (৯) ও জয়নবা আক্তার (৭)।
বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পাহাড় ধসে মাটি চাপা পড়াদের প্রথমে দুই জন ও পরে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় ধসের ঘটনায় ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির পাশের পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি রাত ৩ টায় ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, টানা ভারী বর্ষণে হ্নীলা ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে লাখ লাখ টাকার লবণ। ভেঙে গেছে শত শত ঘর-বাড়ি।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড়ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু হয়। ওই ঘটনায় মাটি চাপায় আহত হয় আরও ৫ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়াও মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহী পাড়ায় আনসারুল করিমের মেয়ে মুর্শিদা আক্তার (১৪) এবং টেকনাফের হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রকিম আলী (৫০) নামের বৃদ্ধ পাহাড় ধসে নিহত হন।

পূর্বকোণ/মামুন/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট