চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বঙ্গোপসাগর থেকে ১১ জেলে উদ্ধার

সন্দ্বীপ সংবাদদাতা

২৭ জুলাই, ২০২১ | ১১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা থেকে ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় স্থানীয় জেলেদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

জানাযায়, উদ্ধার হওয়া জেলেরা ৩ দিন আগে ভোলা থেকে ইলিশ মাছ ধরতে বঙ্গোপসাগরে আসে। বৈরী আবহাওয়ার কারণে উত্তাল ঢেউয়ে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তাদের মাছ ধরার বোট ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সারিকাইত কন্টিনজেন্ট সাগরে থাকা জেলেদের সহযোগিতায় তাদের উদ্ধার করে।

কোস্টগার্ডের সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডার সাজু আহমদ বলেন, সন্দ্বীপের দক্ষিণে ডাউনে জেলেদের মাছ ধরার নৌকা ডুবির খবর পেয়ে সাথে সাথে উদ্ধার অভিযান পরিচালনা করে ১১ জেলেকে উদ্ধার করতে সক্ষম হই। তারা ৩ দিন আগে মাছ ধরতে সাগরে নেমেছিল। উদ্ধার হওয়া জেলেরা সবাই ভোলা জেলার মনপুরার বাসিন্দা।

পূর্বকোণ/বণিক/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট