চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাগরে ডুবল তেল সরবরাহকারী বার্জ

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২১ | ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে উত্তাল সাগরে ডুবে গেছে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ নামের একটি বাংকার বার্জ।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে পতেঙ্গা লাইটহাউস থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বার্জটি ডুবে যায়। তবে এই ঘটনায় নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এছাড়া ‘এমটি সুফলা’কে টো করে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছে ‘এমটি মদিনা’।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, এমটি সুফলা নামের একটি বাংকার বার্জ পতেঙ্গা সৈকতের অদূরে ডুবে গেছে। তবে এর আগে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় বলা হয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট