চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৫টার পরও দোকান খোলা: হাটহাজারীতে ১১ জনকে জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

২৬ জুলাই, ২০২১ | ৯:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে ৫টার পরও দোকান খোলা রাখায় মাছ দোকানিসহ সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ১১ জনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট-বাজার, ধলই ইউনিয়নের কাঠিরহাট, পৌর সদরের কাঁচা বাজার ও বাসস্ট্যান্ড, চৌধুরী হাট, বড় দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান।

পূর্বকোণকে তিনি বলেন, লকডাউনের সময় ৫টা পর্যন্ত দোকান খোলা রাখতে বলা হয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করেও দোকান খোলা রাখায় ওই মাছ দোকানিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনে মোটরবাইক, সিএনজি টেক্সি নিয়ে ঘুরাঘুরি করায় ১১ জনকে ৪ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/খোরশেদ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট