চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মাটির নিচে গাঁজা, আটক রোহিঙ্গা দম্পতি

উখিয়া সংবাদদাতা

২৬ জুলাই, ২০২১ | ৫:২৪ অপরাহ্ণ

উখিয়ার কুতুপালং ক্যাম্পের একটি ঘরের মাটির খুঁড়ে ২৩ কেজি গাঁজাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে এপিবিএন-১৪।

আটকৃতরা হলেন- আব্দুর রহিম ওরফে কালু মিয়া (২৬) ও তার স্ত্রী মাকিলা ওরফে ফাতেমা বেগম (২৬)।

রবিবার (২৫ জুলাই) গভীর রাতে উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, কুতুপালং ক্যাম্পের একটি ঘরের ভেতর মাটি খুঁড়ে মাটির নিচে থাকা ৩টি প্লাস্টিকের বস্তায় টেপ মোড়ানো ১৩টি প্যাকেট থেকে ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আব্দুর রহিম ও তার স্ত্রী মাকিলা বেগমকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৪ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. নাঈম উল হক জানান, আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট