চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সহিংসতার মামলায় সাবেক হেফাজত নেতা আসাদ হাটহাজারীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২১ | ১০:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামে হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বুধবার (২১) জুলাই হাটহাজারী থানার ফটিকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসাদুল্লাহ আসাদ হাটহাজারী থানার মুন্সির বাড়ির ইনুছ খলিফার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. রাকিবুল ইসলাম।তিনি জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হওয়া বেশির ভাগ মামলার আসামি আসাদ। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল পৌনে ১০টায় উপজেলার ফটিকা এলাকা থেকে আসাদউল্লাহ আসাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসাদ জানায়, সে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর (হেফাজত ইসলামের প্রাক্তন প্রধান) মৃত্যুর পরে সংঘটিত সহিংসতা ও নাশকতা সৃষ্টির পৃষ্ঠপোষক। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় ১টি বিশেষ ক্ষমতা আইনের এবং ২টি অন্যান্য ধারায় মামলা রয়েছে। আসাদকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসাদকে আজ আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট