চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চিড়িয়াখানায় নতুন অতিথিউটপাখি ও ইমু

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০১৯ | ২:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার যুক্ত হয়েছে উটপাখি ও ইমু পাখি। গতকাল সোমবার চিড়িয়াখানায় দর্শকদের জন্য দুই জোড়া উটপাখি ও ইমু পাখি অবমুক্ত করা হয়। ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় দুর্লভ সাদা রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, চিত্রা, মায়া হরিণ, কুমির, জেব্রাসহ ৬৬ প্রজাতির ৬৩০টি পশুপাখি রয়েছে। বর্তমানে নতুন করে উটপাখি ও ইমু পাখি আনা হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, চার মাস আগে পরিকল্পনা করেছিলাম। বাংলাদেশি প্রতিষ্ঠানকে একমাস আগে কার্যাদেশ দিয়েছিলাম। রোববার হাতে পাবার পর আজ আমরা সেগুলো অবমুক্ত করেছি। নতুন কমিটি গঠন করার পর থেকে চিড়িয়াখানা উন্নয়নের কাজ ও খাঁচাগুলোকে সাজাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কাজ করছেন। চিড়িয়াখানার চিকিৎসক ও ডেপুটি কিউরেটরের দায়িত্বে থাকা শাহাদাত হোসেন শুভ বলেন, বন্যপ্রাণী সরবরাহ করে এমন প্রতিষ্ঠান বাংলাদেশি পাখি বিক্রেতাদের কাছ থেকে উটপাখি ও ইমু সংগ্রহ করা হয়েছে। আফ্রিকা থেকে এনে বাংলাদেশে প্রজননের মাধ্যমে পাওয়া প্রতি জোড়া উটপাখির দাম পড়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। প্রতিজোড়া ইমু পাখির দাম পড়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট