চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

জামালপুর থেকে চট্টগ্রামে এসে ডাকাতি, বাধ সাধলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২১ | ৮:০৪ অপরাহ্ণ

জামালপুরে সুবিধা করতে না পেরে চট্টগ্রাম নগরে ডাকাতি করতে এসে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে তিন ডাকাত। বৃহস্পতিবার (২৪ জুন) মধ্যরাতে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড়ে জনতা ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, একটি রেঞ্জ ও একটি স্ক্রু ডাইভার উদ্ধার করা হয়।

এরা হলো সুলতান (৩৪), মো. রিপন মিয়া (৩৮) ও মো. আকরাম হোসেন (৪০)। সবাই জামালপুর সদর থানার  তুলসির চর ইউনিয়নের বাসিন্দা।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ঘটনার সত্যতা স্বীকার করেছে।  নিজ এলাকায় সুবিধা করতে না পেরে চট্টগ্রামে এসে ডাকাতি করতো তারা । ডাকাতিতে বাধা দিলে গুলি ছুঁড়ে পালিয়ে যেত তারা।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট