চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ছবি: মিয়া আলতাফ

কবরস্থানে সাইনবোর্ড দেওয়া নিয়ে সংঘর্ষ: চট্টগ্রামে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২১ | ১:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাকলিয়ায় কবরস্থানের জায়গায় সাইনবোর্ড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার মূল আসামি ইয়াকুবসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াকুব, ওসমান ও মাসুদ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শাহ মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত ইয়াকুবসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় ব্যবহৃত বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে ১৬ জুন দুই গ্রুপের সংঘর্ষের সময় অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণকারী জাহিদুর আলমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট