চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পাঠকের মতামত

শিল্পবান্ধব চট্টগ্রাম : চাই সুনির্দিষ্ট প্রস্তাব ও সমন্বিত উদ্যোগ

‘এখন এমন নেতৃত্ব প্রয়োজন যারা তাদের সুচিন্তিত মতামত দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপন করতে পারবেন’

ডা. মো. সাজেদুল হাসান

২৪ জুন, ২০২১ | ৩:৩৩ পূর্বাহ্ণ

যোগাযোগ ব্যবস্থা, ভূমির প্রাপ্যতা, সমুদ্র ও বিমানবন্দর, সহজলভ্য কাঁচামাল, বিপণন সুবিধা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্যাস সংযোগ, জ্বালানির উৎস, সর্বোপরি দেশি-বিদেশি বিনিয়োগকারীর বসবাস এবং পর্যটন ও বিনোদনের জন্য বরাবরই অত্যন্ত আকর্ষণীয় স্থান ছিল চট্টগ্রাম। ইংরেজ, মগ, ফিরিঙ্গী, ওলন্দাজ, আরবরা এখানে ব্যবসা শুরু করে যুগে যুগে প্রতিষ্ঠিত হয়েছেন। বহুজাতিক কোম্পানিগুলো তাদের প্রধান দপ্তর স্থাপন করে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ধীরে ধীরে চট্টগ্রামের গুরুত্ব কমেছে। সংকীর্ণ আমলাতান্ত্রিক সুবিধাবাদ ও প্রশাসনিক অতিকেন্দ্রিকতার কারণে এমনটি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। স্থানীয় দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, সিভিল সমাজও এ বিষয়ে উপযুক্ত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে কিংবা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে নীরব থেকেছে।

চট্টগ্রামকে শিল্পবান্ধব করার যে তাগিদ ওঠেছে সেটির জন্য প্রয়োজন ব্যবসায়িক নেতৃত্ব, সুশীল সমাজ, অর্থনীতিবিদ, পরিকল্পনাবিদ এবং অবশ্যই রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে একটি সংগঠন সৃষ্টি যারা তাদের সুচিন্তিত মতামত দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপন করতে পারবেন। সেক্ষেত্রে পর্যাপ্ত অনুশীলন, যুক্তি, ভবিষ্যৎ প্রক্ষেপণ, সামাজিক ও পরিবেশগত প্রভাব সবকিছুর একটা বৈজ্ঞানিক গবেষণা ও বিশ্লেষণ প্রস্তুত করা প্রয়োজন। বিষয়টি সহজ নয় এবং মাল্টিসেক্টরাল বিধায় সমন্বয়কারী হিসাবে দৈনিক পূর্বকোণ পত্রিকা এই মহৎ কার্যটির উদ্যোগ নিতে পারে। প্রাথমিকভাবে একটি গোলটেবিল বৈঠকে আলোচনার সূত্রপাত হোক যেটি পরবর্তীতে একটি আনুষ্ঠানিক সংগঠন হিসাবে রূপ নিয়ে তার কর্মপন্থা নির্ধারণ করে নিবে। এই মূহুর্তে কর্ণফুলী টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মেরিন ড্রাইভ, পোর্ট কানেক্টিং রোড, দেশের বৃহত্তম মিরসরাই ইকোনমিক জোন, গভীর সমুদ্র বন্দর সবমিলিয়ে চট্টগ্রামে দেশীয় ও আন্তর্জাতিক শিল্প ও ব্যবসাকেন্দ্র স্থাপনের সাবজেকটিভ অবস্থা সৃষ্টি হয়েছে। ভাবাবেগ নয়, এখন বাস্তবতার আলোকে দেশের বৃহত্তর স্বার্থে বিষয়টি চিহ্নিত করে অগ্রসর হতে হবে। প্রধানমন্ত্রী দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যৌক্তিকভাবে যথেষ্ট তথ্য উপাত্তের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তাঁর কাছে উত্থাপন করলে বিষয়টি অনেকটাই সহজ হয়ে যাবে।

অস্বীকার করার উপায় নেই, চট্টগ্রাম শিল্পবান্ধব হোক এটা শুধু উদ্যোক্তা- ব্যবসায়ী নয়, এই চাওয়া সকল নাগরিকের।

লেখক : অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট