চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: ১৮ দোকানিকে লক্ষাধিক টাকা জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

২৩ জুন, ২০২১ | ১১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে ১৮ দোকানিকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ জুন) উপজেলার আমিরাবাদ বটতলী মোটর স্টেশনের বিভিন্ন এলাকায় ভ্রাম্যামণ আদালতের অভিযানে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী।

তিনি বলেন, লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি ও মুল্যতালিকা না রাখার দায়ে উপজেলার বটতলী মোটর স্টেশনে হাজী বিরানী, ফার্মেসি, হোটেল-রেস্টুরেন্ট, মুদির দোকান, মাংসের দোকান ও স্টেশনারিসহ ১৮ দোকানিকে ১ লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে রয়েছে ৩টি ফার্মেসি, ৪টি হোটেল, ২টি কনফেকশনারি দোকান এবং ৯টি মুদির দোকান।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট