চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জালিয়াতি: ফার্মেসিতে ২৫০ টাকায় সত্যায়িত হতো সব কাগজ!

হাটহাজারী সংবাদদাতা

২৩ জুন, ২০২১ | ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ফার্মেসিতে ২৫০ টাকা দিলেই সত্যায়িত হতো বিভিন্ন সার্টিফিকেটসহ প্রয়োজনীয় সব কাগজপত্র। তবে এই সিল হবে অস্পষ্ট। যিনি সিল মারবেন ওই টাকার ভাগ থেকে তিনি পান ৫০ টাকা আর যিনি স্বাক্ষর করেন তিনি পান ২০০ টাকা। এভাবেই চলছিল কাটিরহাট বাজারের তৈয়ব শাহ ফার্মেসির সত্যায়িত করার কার্যক্রম। তবে শেষ পর্যন্ত আর্থিক লেনদেনের বিষয়টি জেনে সেই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৩ জুন) বিকেলে এমন অভিযোগে ওই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও রুহুল আমিন পূর্বকোণকে বলেন, অবসরপ্রাপ্ত ডা. এন. কে. বড়ুয়া নামের এক ডাক্তার কাটিরহাট বাজারের তৈয়ব শাহ ফার্মেসিতে প্রতিটি স্বাক্ষরে ২০০ টাকা আর শীল প্রদানকারী ব্যক্তি শীল মারার জন্য ৫০ টাকার বিনিময়ে এক নারীর কাগজপত্র সত্যায়িত করেন।

তিনি আরও বলেন, ‘টাকার বিনিময়ে সত্যায়িত করার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক তৈয়বিয়া ফার্মেসিতে গিয়ে ডা. এন. কে. বড়ুয়াকে পাওয়া না গেলেও ফার্মেসিটিতে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট