চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টিকার বিষয়ে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২১ | ৪:৫৬ অপরাহ্ণ

করোনার টিকার বিষয়ে প্রবাসী যাত্রীদের জন্য জরুরি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৩ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

নির্দেশনায় বলা হয়, সুরক্ষা এপসের মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যতীত কোনো প্রবাসীকে ভ্যাকসিন দেওয়া যাবে না। যেসব প্রবাসী যাত্রীদের এনআইডি নেই তাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন নম্বর বা পাসপোর্ট নম্বরের মাধ্যমে দ্রুত রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।

প্রবাসী যাত্রীদের সুরক্ষা এপস চালু করা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানিয়ে সিভিল সার্জন বলেন, সুরক্ষা এপসটি চালু করা হলেই আপনাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কোনোভাবেই প্রবাসীদের টিকাদান সম্ভব না।

পূর্বকোণ/এএ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট