চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে ৪৭ ঘর উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২১ | ৪:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ অবৈধ ৪৭টি বসতঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার (২৩ জুন) সকাল ১০টায় থেকে দুপুর ১টা পর্যন্ত এ কে খান পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘরগুলোর বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান পরিচালন করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাছান ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ।

ইনামুল হাছান বলেন, পাহাড়ের কোনো বাসিন্দাকেই ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করতে দেবে না জেলা প্রশাসন। তাই কুসুমবাগ এলাকায় পাহাড় থেকে ৫০টির মতো পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট