চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ছবি- মিয়া আলতাফ

মাইলেজ জটিলতা : সিআরবিতে রেল শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২১ | ১:০১ অপরাহ্ণ

বেতন-ভাতা, পেনশন এবং মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় রেলওয়ে পূর্বাঞ্চলের কার্যালয়ে বিক্ষোভ করেছে রেল শ্রমিকরা।

বুধবার (২৩ জুন) সকাল ১১টায় মিছিল নিয়ে পূর্বাঞ্চলের কার্যালয়ে আসতে শুরু করে রেলওয়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তারা সেখানে দাবি আদায়ে স্লোগান দেন।

পরে শ্রমিক নেতারা রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের সঙ্গে দেখা করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১১টা) পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে রেল শ্রমিক নেতাদের বৈঠক চলছিল।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পূর্বকোণকে বলেন, বাজেট এবং আইবাস প্লাস সিস্টেমে জটিলতার কারণে আমাদের অনেক শ্রমিক নিয়মিত বেতন এবং পেনশন পাচ্ছেন না। মাইলেজ ভাতা নিয়েও সমস্যা হচ্ছে। এসব সমস্যা নিরসণে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট