চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সিডিএ’র চলমান সাতটি প্রকল্প

জলাবদ্ধতা নিরসন প্রকল্পে বরাদ্দ বাড়ানোর আবেদন

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২১ | ১১:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নাধীন সাতটি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সংশ্লিষ্ট সমস্যা নিয়ে প্রজেক্ট ইপ্লিমেন্টশন কমিটির (পিআইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, উল্লেখযোগ্য সমস্যা এবং সমস্যাগুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে আগামীতে বরাদ্দ বাড়ানোর কথা তুলে ধরেন প্রকল্প সংশ্লিষ্টরা। ভার্চুয়ালি সভার সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। গত সোমবার সিডিএ’র কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চলমান সাত প্রকল্পসমূহগুলো হচ্ছে- চিটাগাং সিটি আউটার রিং রোড, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর বহিঃসীমানা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাংক রোড হতে বায়েজিদ বোস্তামী রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, সিরাজউদ্দৌলা রোড হতে শাহ আমানত ব্রিজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ, চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খান পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন এবং প্রিপারেশন অফ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান (২০২০-২০৪১)।

সভা সম্পর্কে জানতে চাইলে সিডিএ’র নির্বাহী প্রকৌশলী ও এলিভেটেড এক্সপ্রেওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, সিডিএ চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে প্রজেক্ট ইপ্লিমেন্টশন কমিটি’র (পিআইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, সমস্যা কি কি এবং সমস্যারগুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। সভায় মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ, আইএমইডি, পরিকল্পনা কমিশন অর্থ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অচ্ছিুক সিডিএ’র এক কর্মকর্তা বলেন, সভায় চলমান সাতটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তবে জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে বেশি কথা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে চলমান দু’টি প্রকল্পে আগামীতে যাতে যথাযথ বরাদ্দ দেয়া হয়, তা নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানানো হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট