চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীর তল্লাশি চৌকিতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাঁশখালী সংবাদদাতা

২২ জুন, ২০২১ | ১০:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী পি.এ.বি পুইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সাবজারের ৪ ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।মঙ্গলবার (২২ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে তল্লাশি চৌকি বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজারে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুইছড়ি ফুটখালি ব্রিজের দক্ষিণ পার্শ্বে প্রধান সড়কের ওপর বাঁশখালী থানার এস.আই দিপক সিংহের নেতৃত্বে একদল পুলিশ তল্লাশি চৌকি বসানো হয়।

চট্টগ্রাম অভিমুখী সি.এন.জি অরোরিক্সায় তল্লাশি চালিয়ে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার পাড়ার মো; সেলিমের ছেলে মো: সোহেল (২২), কক্সবাজার জেলা সদর বারুয়াখালী ৯নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার মৃত মো: শফির ছেলে জামাল উদ্দীন (৩০), টেকনাফ রুমালিয়া ছড়ার নুর হোসেনের ছেলে ইসলাম উদ্দীন (২০) ও নুর হোসেনের ছেলে মো. ইব্রাহীম (২০) কে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবির বলেন, ৪ জন ইয়াবা ব্যবসায়ির কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট