চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হেফাজতের ১৯ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করেছে আদালত

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২১ | ৯:৩১ অপরাহ্ণ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জুন) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এস কে এম তোফায়েল হাসানের আদালত ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর দায়ের করা মামলাটি খারিজ করে দেন। এর আগে মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করা হয় বিষয়টি জানান মামলার বাদী পক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এভোকেট এইচ এম জিয়া উদ্দিন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাক্ষণবাড়িয়া শহরে তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের লোকেরা। এসময় তারা সরকারি বেসরকারি ৫৭টি প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ভাঙ্গচুর করে। পরে ৩১ মার্চ আসামীরা সংবাদ সম্মেলন করে এসব তাণ্ডবের জন্য ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীরকে দায়ী করেন।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট