চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

একমাস পর সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করলো পুলিশ

ট্রায়ালের উছিলায় বাইক নিয়ে ক্রেতার চম্পট

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২১ | ৮:৪৮ অপরাহ্ণ

বিক্রেতার বাসা থেকে বাইক কিনতে এসে  ট্রায়াল দেয়ার নামে বাইক নিয়ে চম্পট দেয়া মোস্তাফিজুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) ভোরে বিক্রেতার অভিযোগের প্রেক্ষিতে বায়োজিদ থানাধীন অক্সিজেন এলাকা হতে চুরি যাওয়া বাইকসহ তাকে গ্রেপ্তার করা হয়।  সিসিটিভি ফুটেজ দেখে সনাক্তের একমাস পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানান ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান সাতকানিয়া উপজেলার আমিলাইশের হাজী আব্দুর রশিদের ছেলে।

ওসি উৎপল বড়ুয়া বলেন, গত ২৩ মে মোস্তাফিজুর তার নাম্বার হতে ফোন করে উক্ত মোটরসাইকেল ক্রয় করার জন্য বাদীর সাথে যোগাযোগ করে। সেদিন সন্ধ্যা সাড়ে ছয়টার সময় একটি প্রাইভটে কার নিয়ে দক্ষিণ হালিশহর হাই স্কুলের বিপরীত পাশে কেএমএল বিল্ডিং এ বাদীর বাসায়  আসলে বাদী তার মোটরসাইকেলটি তাকে দেখান। তখন মোস্তাফিজুর তার সাথে নিয়ে আসা প্রাইভেট কার বাদীর বিল্ডিং এর নিচে পার্কিং করে মোটরসাইকেলটি নিয়ে ট্রাইয়াল দিয়ে দেখার জন্য বলে। বাদী  মোটর সাইকেলটি ট্রাইয়ালের জন্য দিলে ক্রেতা দেখার নাম করে তা নিয়ে আর ফিরে আসেনি। তখন তার রেখে যাওয়া প্রাইভেট কারের ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানতে পারেন কারটি ভাড়া করে নিয়ে আসছে। বাদী নিরুপায় হয়ে থানায় এজাহার দায়ের করলে থানায়  মামলা রুজু করা হয়।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট