চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নাইক্ষ্যংছড়িতে ৪২ ভরি স্বর্ণসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২২ জুন, ২০২১ | ১২:৪৫ অপরাহ্ণ

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ৪২ ভরি স্বর্ণসহ মো. ইউনুছ (৩২) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) রাত সাড়ে ৯টায় ইউনিয়নের বেতবুনিয়া-তুমব্রু সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউনুছ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর হোসেনের ছেলে। পুলিশ জানায়, উদ্ধার স্বর্ণের মূল্য সাড়ে ২৯ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৪২ ভরি স্বর্ণসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছি। এ সময় তার সাথে থাকা আরও এক আসামি পালিয়ে যায়। গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট