চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লালখানবাজারে সংঘর্ষ

‘সন্ত্রাসী’ হানিফসহ গ্রেপ্তার আরো ৪

নিজস্ব প্রতিবেদক

৩ জুলাই, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

নগরীর লালখানবাজারে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালখানবাজারের ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত মো. মাঈনউদ্দিন হানিফসহ চারজনকে গতকাল (মঙ্গলবার) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। যুবলীগ নামধারী এই চার সন্ত্রাসীসহ গত চারদিনে মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হানিফ কুমিল্লা জেলার মোহাম্মদপুর গ্রামের আবু তাহেরের ছেলে। লালখান বাজার মসজিদ গলিতে থাকেন। গতকাল (মঙ্গলবার) বেলা তিনটায় নগরীর কোতোয়ালী এলাকার জেলা পরিষদ মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হানিফ ছাড়া গ্রেপ্তার বাবি তিনজন হলেন, শরীয়তপুরের সখীপুর থানার ইসমাইল খানের ছেলে মো. ইউসুফ খান (৩৯), লালখান বাজার মতিঝর্ণার মৃত আলি আকবরের ছেলে মোর্শেদ আকবর (৪২) ও খুলশী ওয়াপদা মোড়ের আবদুল মাবুদের ছেলে আবদুল করিম ওরফে মারুফ (২০)।
নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (এডিসি) মির্জা সায়েম মাহমুদ জানান, লালখানবাজারে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার (২৮ জুন) রাতে ও শনিবার বিকেলে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মো. বেলালের অনুসারীদের মধ্যে দু’ দফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটান ঘটে। শনিবার বিকেলে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড গুলি ছোঁড়ে

পুলিশ। এসময় একজন গুলিবিদ্ধসহ চার জন গুরুতর আহত হয়। এই ঘটনায় খুলশী থানায় দুটি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট