চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম বন্দরে আসা কনটেইনারে কলম্বিয়ার অজগর!

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২১ | ৮:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরে কলম্বিয়া থেকে আসা একটি কনটেইনারের ভেতরে ছিল বোয়া কনস্ট্রিক্টর (Boa Constrictor) জাতের একটি অজগর সাপ । সাত মাস বয়সী প্রায় ৬ ফুট লম্বা সাপটি চার মাস ধরে আটকে ছিল ওই কনটেইনারে। বন্দর থেকে খালাস নিয়ে ঢাকার একটি ইস্পাত কারখানায় কনটেইনারটি খোলার পর ওই চার কেজি ওজনের অজগরটি বেড়িয়ে আসে। রোববার (২০ জুন) দুপুরে টঙ্গীর আনোয়ার ইস্পাত কারখানা চত্বরের একটি কনটেইনার থেকে সাপটি উদ্ধার করেছে গাজীপুর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

অজগরটি উদ্ধারের পর বিকেলেই সেটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অসুস্থ হয়ে পড়ায় অজগরটিকে পার্কের ভেতরে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কনটেইনারের ভেতরে আটকে পড়ে সাপটি তিন-চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অনাহারী থাকায় নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলেছে। কলম্বিয়ার যে অঞ্চল থেকে অপরিশোধিত লোহা বাংলাদেশে আনা হয়েছে, সেখান থেকে যে কোনোভাবে অজগরটি দেশে এসেছে বলে ধারণা করছে গাজীপুর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট