চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আগুনে পুড়ল ৩৬ দোকান

২১ জুন, ২০২১ | ১০:৩২ পূর্বাহ্ণ

নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় ফলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৬টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ৩০টি ফলের দোকান, পাঁচটি তেলের দোকান ও একটি বাস কাউন্টার রয়েছে।

সোমবার (২১ জুন) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ভ্যানের ওপর ফল রেখে উপরে টিনের ছাউনি দেওয়া ছিল দোকানগুলোতে। অগ্নিকাণ্ডে ৩৬টি কাঁচা দোকানঘর পুড়ে গেছে। ঘরগুলোতে ফল রেখে বিক্রি করা হতো। বেশিরভাগ দোকানেই আমের ব্যবসা করা হতো। বৈদ্যুতিক কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট