চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চসিকের সাড়ে ৪ লাখ টাকা গৃহ কর আদায়

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২১ | ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স (গৃহ কর)  ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ৪ লাখ ৪৫ হাজার ২৯৮ টাকা আদায় করা হয়েছে। রবিবার রাজস্ব সার্কেল-৬ এর আওতাধীন এলাকায় গরীবুল্লাহ হাউজিংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচলার মাধ্যমে এই টাকা আদায় করা হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু করে ১ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স (গৃহ কর) ও ট্রেড লাইসেন্স ফি আদায়কল্পে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট