চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জাতীয় সংসদ পরিদর্শনে পোর্ট সিটি ভার্সিটির শিক্ষার্থীরা

৩ জুলাই, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা ‘পাবলিক অ্যাফেয়ার্স রিপোর্টিং’ কোর্সের অংশ হিসেবে গত ২৯ জুন জাতীয় সংসদ পরিদর্শন করেন। বিভাগের সভাপতি দিলরুবা আক্তারের নেতৃত্বে তিনজন শিক্ষকসহ নবম ব্যাচের মোট ১৪ জন শিক্ষার্থী এতে অংশ নেন। ১১তম জাতীয় সংসদের বাজেট অধিবেশন, জাতীয় সংসদের কার্যপ্রণালী ও প্রশ্নোত্তর পর্বে সাংসদের বিভিন্ন যুক্তি তর্ক পর্যবেক্ষণ ছিল পরিদর্শনের মূল লক্ষ্য। সংসদীয় গণতন্ত্রে সংসদ কতটা কার্যকরি ভূমিকা পালন করে এবং একজন সাংবাদিক তার পেশাগত ক্ষেত্রে কতটুকু সাংবিধানিক পদ্ধতি মেনে চলে তার গুরুত্ব অনুসন্ধান ছিল এই পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য। শুরুতে শিক্ষার্থীরা পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও চেয়ারম্যান এ কে এম এনামুল হক শামীমের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে জাতীয় সংসদ সচিবালয় আইপি এ এর সহকারী সচিব মো. আরিফ প্রতিনিধি দলের সাথে মহান জাতীয় সংসদের ইতিহাস ও স্থাপত্য শৈলীর গৌরব গাঁথা নিয়ে আলোচনা করেন। মহান জাতীয় সংসদের পরিচালনা পদ্ধতি ও সংসদের বিভিন্ন ধরনের নিয়ম ও নীতিমালা সম্পর্কে ধারনা দেন। এরপর শিক্ষার্থীরা জাতীয় সংসদের লাইব্রেরী, গবেষণা বিভাগ, প্রেসিডেন্ট প্লাজা এবং শপথ কক্ষ পরিদর্শন করেন। বিভাগের সভাপতি দিলরুবা আক্তার জানান, ‘সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থীদের সবসময় ব্যবহারিক জ্ঞান প্রদানের চেষ্টা করে থাকে। কারণ আমরা বিশ্বাস করি ব্যবহারিক কøাস শিক্ষার্থীদের বেশি উপকারে আসবে’। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী গোলাম মোস্তফা জানান ‘তার স্বপ্ন ছিল জাতীয় সংসদ অধিবেশন দেখার তা আজ পূর্ণ হলো। পাবলিক অ্যাফেয়ার্স রিপোর্টিং কোর্সের অংশ হিসাবে ব্যবহারিক অনেক কিছু শিখতে পেরেছি। কিভাবে সংসদীয় রিপোর্ট করতে হয় তা শিখলাম সংসদে এসে’। উল্লেখ্য, প্রতিনিধি দলের সাথে ছিলেন বিভাগের সাবেক সভাপতি জুয়েল দাশ, প্রভাষক সানাউল্লাহ হাসান ও প্রভাষক প্রশান্ত কুমার শীল।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট