চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বেআইনিভাবে মাছ ধরায় ২ জেলেকে জরিমানা পতেঙ্গায়

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২১ | ১১:১১ অপরাহ্ণ

পতেঙ্গা উপকূলীয় এলাকায় আইন না মেনে সাগরে মাছ ধরার অপরাধে দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা মৎস্য অধিদপ্তর। একই সঙ্গে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের পূর্বজোন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

মৎস্য অধিদপ্তর জানায়, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। সরকারের সেই নিষেধাজ্ঞা না মেনে সাগরে মাছ ধরার অপরাধে মাধব জলদাস ও গোকুল জলদাস থেকে সামুদ্রিক মৎস্য আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ১৫ হাজার মিটার পেকুয়া জাল ও ১৫ হাজার মিটার চরঘেরা জব্দ করা হয়। জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি, মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, কোস্টগার্ড পতেঙ্গা জোনের কন্টিজেন কমান্ডার মামুনুর রশিদ প্রমুখ।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট